প্রকাশিত: Thu, Jan 26, 2023 3:18 PM
আপডেট: Sat, May 10, 2025 6:44 AM

দুই প্রকার মানুষের সাক্ষাৎকার নেওয়া বেশ কঠিন

মিজানুর রহমান খানপৃথিবীতে কেউ কেউ আছেন যারা মাত্রাতিরিক্ত কথা বলেন, আবার কারো কারো মুখ থেকে বোমা মেরেও দুই একটা কথা বের করা যায় না। এই দুই প্রকার মানুষেরই সাক্ষাৎকার নেওয়া বেশ কঠিন। একদল বলতেই থাকেন বলতেই থাকেন, তাদের একটা কথা জিজ্ঞেস করলে তারা আরেকটা উত্তর দেন। তাদের সামলানো বেশ কঠিন। আরেক দলকে যা কিছুই জিজ্ঞেস করা হোক কেন, তারা হ্যাঁ কিংবা না বলে জবাব শেষ করে দেন। তাদের ইন্টারভিউ এগিয়ে নেওয়াও কষ্টের। সাক্ষাৎকারটা মুখোমুখি হলে একটু সহজ হয়, চোখ ও মুখের ভাষা দেখে আগেই বোঝা যায় তিনি কম নাকি বেশি বলবেন। কিন্তু ফোনে সাক্ষাৎকার নেওয়া একটু কঠিন। কাউকে হয়তো থামানো যায় না, আবার কেউ কেউ সামান্য যে দুই একটা শব্দ বলেন, তার  চেয়ে বেশি কথা আমাকেই বলতে হয়। 

প্রায় দুই যুগের রেডিও জীবনে যতো সাক্ষাৎকার নিয়েছি, তাতে যেসব বিচিত্র অভিজ্ঞতা হয়েছে, সেগুলো লিখলে একটা ঢাউস বই হয়ে যাবে। ব্যক্তিগতভাবে আমি বেশি কথার চেয়ে কম কথা বলার মানুষ পছন্দ করলেও বেশি কথা বলা লোকদের ইন্টারভিউ নিতে গিয়ে সুবিধাই বেশি হয়েছে। বেশি কথা বলার কারণে এক মন্ত্রী বলে ফেলেছিলেন, ‘বিএনপির লোকেরা স্তম্ভ ধরে টানাটানি করেছিলো বলেই ভবন ধ্বসে’ পড়েছিলো। একবার এক প্রখ্যাত ও প্রভাবশালী নারীকে ফোন করেছি সাক্ষাৎকার নেওয়ার জন্য। তিনিও বেশি কথা বলার মানুষ। ফোন করার পরে সাধারণত আমি প্রথমেই জানতে চাই তিনি কি এখন চার পাঁচ মিনিট সময় দিতে পারবেন কিনা। তাকেও সেটা জিজ্ঞেস করলাম। তিনি বললেন, ‘অসুবিধা নাই, আমি শাড়ি খুলছিলাম, বিয়ে বাড়ি থেকে মাত্র এলাম, আপনি এখনই নিয়ে নেন’! লেখক: সাংবাদিক। ফেসবুক থেকে